স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পিচ ঠিক কতটা রানপ্রসবা হতে পারে, সেটার পুরো উদাহরণ দেখা গেল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই দেখা গিয়েছিল জোড়া সেঞ্চুরি। টম ল্যাথাম আর উইল ইয়াং যেন খুলে দিয়েছিলেন রানবন্যার সুইচগেইট।
পরের ম্যাচেই সেঞ্চুরি আসে বাংলাদেশের তাওহীদ হৃদয় এবং ভারতের শুভমান গিলের উইলো থেকে। এরপর থেকেই নিয়মিত বিরতিতে সেঞ্চুরি দেখেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। গতকাল সেই ধারা রক্ষা করেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং ইংল্যান্ডের জো রুট। সেই সুবাদে ইতিহাসের অংশ হয়ে গেলেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি সেঞ্চুরিয়ান।
গতকাল ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি একইসঙ্গে ভেঙেছে বেশ অনেকগুলো রেকর্ডই। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন। সবচেয়ে কম বয়েসী ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্টের ম্যাচে ১৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন। নিজ দেশের সাপেক্ষেও করেছেন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তবে তার এই সেঞ্চুরিই পূর্ণতা দিয়েছিল আসরের বাকি সেঞ্চুরিয়ানদের।
ইবরাহিম জাদরানের ব্যাটে আসা এই শতক এবারের আসরে সর্বসাকুল্যে দশম শতক। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাদে এবার মাঠে গড়িয়েছে মোট সাতটি ম্যাচ। আর তাতে হয়েছে মোট ১১ সেঞ্চুরি। আর তাতেই হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ২০০২ ও ২০১৭ সালের সমান ১০ সেঞ্চুরি হয়েছিল।
আর রানতাড়া করতে নেমে জো রুটের সেঞ্চুরি ছাড়িয়ে গিয়েছে আগের আসরগুলোর কীর্তিকে। এবারের আসরে সবচেয়ে বেশি ৩ সেঞ্চুরি এসেছে নিউজিল্যান্ডের কাছ থেকে। উইল ইয়াং, টম ল্যাথাম এবং রাচিন রবীন্দ্র ব্ল্যাকক্যাপসদের জার্সিতে সেঞ্চুরি পেলেন। ভারতের দুই সেঞ্চুরিয়ান শুভমান গিল ও বিরাট কোহলি। ইংল্যান্ডের জার্সিতে সেঞ্চুরি করেছেন বেন ডাকেট ও জো রুট। বাকি ৪ সেঞ্চুরি এসেছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ থেকে।
একমাত্র দেশ হিসেবে এবারের আসরে কোনো সেঞ্চুরি পাননি পাকিস্তানের ব্যাটাররা। আজ বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ ম্যাচ। সেখানে অন্তত এই আক্ষেপ দূর হচ্ছে কি না, সেটাই দেখার অপেক্ষা।