স্পোর্টস ডেস্ক : দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছিলেন আর্জেন্টিনার এই তারকা। মাঝে এমএলএসের এক ম্যাচে গোলশূন্য থাকার পর রোববার (২০ জুলাই) আবারও জোড়া গোল করে মায়ামিকে বড় ব্যবধানে জিতিয়েছেন তিনি।
স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেসি বাদেও জোড়া গোল করেছেন তেলাস্কো সেগোভিয়া। আর বাকি গোলটি করেছেন জর্ডি আলবা।
মেসির দল মায়ামি বিশাল ব্যবধানে জয় পেলেও, ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় তাদের। ১৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন হ্যাক। এরপরই মায়ামি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথম হাফেই করে তিন গোল। যেখানে ম্যাচের ২৪তম মিনিটে মেসির পাসে মায়ামিকে সমতায় ফেরান জর্ডি আলবা।
২৭ মিনিটে এগিয়ে যায় মায়ামি। সেগোভিয়ার গোল ২-১ গোলে লিড নেয় সফরকারীরা। প্রথমার্ধের বাড়ানো সময়েও গোল করেন ভেনেজুয়েলার এই মিডফিল্ডার।
দ্বিতীয় হাফে আরও দুই গোল করে মায়ামি। আর এই দুই গোলই আসে মেসির পা থেকে। ৬০তম মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাসে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন মেসি। ১৫ মিনিট বাদেই নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার অধিনায়ক। লুইস সুয়ারেজের ক্রস প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলবিসেলেস্তে তারকা।
৫-১ গোলের বড় ব্যবধানে জিতে টেবিলে উন্নতি করেছে মায়ামি। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সাতে উঠে গেছে তারা। ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে রেড বুলস।