রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ০৯:৩৫:৩৯

তবে কী এটি-ই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা?

তবে কী এটি-ই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা?

স্পোর্টস ডেস্ক : আজ হোবার্টে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। দল হারলেও এই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন টিম ডেভিড। ৩৮ বলে করেছেন ৭৪ রান। যেখানে ৮ চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৫টি। তার হাঁকানো একটি ছক্কা ১২৯ মিটার দূরত্ব পায়।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৭ম ওভারের বোলিংয়ে ছিলেন অক্ষর প্যাটেল। পঞ্চম বলে খানিকটা এগিয়ে এসে সোজা বোলারের মাথার ওপর দিয়ে হাঁকান ডেভিড। বল সোজা গিয়ে গ্যালারির ছাদে পড়ে। ধারাভাষ্যকারদের থেকেও প্রশংসা পান ডেভিড।

এরপর দেখা যায় ১২৯ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছেন ডেভিড। আর ডেভিডের ব্যাট থেকে ১৫৩ কি.মি প্রতি ঘণ্টা বেগে বেরিয়ে যায় বলটি। ধারাভাষ্যকারদের মতে, এটি ক্রিকেটে সবচেয়ে বড় ছক্কা। তবে এর নির্দিষ্ট রেকর্ড লিপিবদ্ধ নেই। কারণ অনেক ম্যাচেই ছক্কার দূরত্ব মাপার ব্যবস্থা থাকে না।

ভারতের বিপক্ষে আগের ম্যাচেই ১২৪ মিটার ছক্কা মেরেছিলেন মিচেল মার্শ। পরের ম্যাচেই সেটিকে ছাড়িয়ে গেলেন তারই সতীর্থ ডেভিড। তাই আনুষ্ঠানিক কোনো তথ্য না থাকলেও এটিকেই ক্রিকেটের সবচেয়ে বড় ছক্কা বলেছেন ধারাভাষ্যকাররা।

এদিন মাত্র ২৩ বলে ফিফটি করেন ডেভিড। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি। হায়দরাবাদে ২০২২ সালে ১৯ বলে পঞ্চাশ করেছিলেন ক্যামেরন গ্রিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে