স্পোর্টস ডেস্ক : বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে কে সেরা এই বিতর্ক ক্রিকেটভক্তদের কাছে বহুদিনের। দুজনের পারফরম্যান্স ও ধারাবাহিকতা নিয়ে তুলনা চলে প্রায়ই। তবে এবার এক ভিন্ন রকম রেকর্ডে কোহলির পাশে বসলেন বাবর, যা অবশ্য একদমই কাঙ্ক্ষিত নয় তার জন্য।
মঙ্গলবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৫১ বল খেলে ২৯ রান করেন বাবর আজম। ২৪তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত স্পিনে বোল্ড হয়ে ফেরেন তিনি। যদিও শেষ পর্যন্ত দল জিতেছে, কিন্তু অধিনায়কের এই অফফর্ম চিন্তায় ফেলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে।
এই ইনিংসের পর বাবরের ব্যাট থেকে ৮৩ ইনিংস ধরে সেঞ্চুরি নেই। সর্বশেষ তিন অঙ্কের ইনিংসটি আসে ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিপক্ষে। অর্থাৎ প্রায় ৮০০ দিন পেরিয়ে গেছে তার আন্তর্জাতিক সেঞ্চুরি ছাড়াই।
এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি ইনিংস খেলার রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন বাবর। কোহলির ইনিংস সংখ্যা ৮৩, আর এই তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া, যিনি টানা ৮৮ ইনিংস খেলেছিলেন সেঞ্চুরি ছাড়া।
ম্যাচে টস জিতে বোলিং নেয় শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে সালমান আগার সেঞ্চুরিতে দল তোলে ২৯৯ রান। জবাবে হারিস রউফের আগুনে বোলিংয়ে ২৯৩ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস, ফলে ৬ রানে জয়ের স্বাদ পায় স্বাগতিক পাকিস্তান।