শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৬:৪৮

চূড়ান্ত হলো আইপিএলের নিলামের তারিখ ও ভেন্যু

চূড়ান্ত হলো আইপিএলের নিলামের তারিখ ও ভেন্যু

স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত হলো ক্রিকেট বিশ্বের জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ— আইপিএলের নিলামের তারিখ ও ভেন্যু। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে ১৬তম আসরের নিলাম।

এ নিয়ে টানা তৃতীয় বারের মতো বিদেশের মাটিতে বসছে আইপিএলের নিলাম। ২০২৪ সালে প্রথমবার দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। গত বছর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় মেগা নিলাম।

 এবারের মিনি নিলাম হবে আবু ধাবিতে। আগামী ১৫ নভেম্বর দুপুর ৩ টার মধ্যে দলগুলোকে জানিয়ে দিতে হবে, ২০২৬ আসরের জন্য কোন খেলোয়াড়দের ধরে রাখবে তারা। সেই তালিকা আবার পাঠাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। তালিকা পাওয়ার পর দলগুলির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টা একটি তালিকা পাঠাবে। সেখানে তাদের নাম থাকবে যারা নিলামে নামবেন। সেই তালিকা দেখে নিজেদের পরিকল্পনা ঠিক করে নেবে দলগুলো।

২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার পরেই খুলে গিয়েছিল ‘ট্রেড উইন্ডো’। অর্থাৎ, সরাসরি অন্য দল থেকে ক্রিকেটার কেনা বা এক ক্রিকেটারের বদলে আর এক ক্রিকেটার নেয়ার পালা শুরু হয়েছিল। নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত তা চলবে। নিলামের পর আবার তা শুরু হবে। আইপিএল শুরুর এক মাস আগে পর্যন্ত এই ক্রিকেটার কেনা-বেচা চলবে। তবে মিনি নিলামে যে ক্রিকেটারেরা দল পাবেন, তাদের আর দলবদল করা যাবে না।

এখনও পর্যন্ত কয়েক জন ক্রিকেটারের দলবদলের খবর পাওয়া গিয়েছে। গুঞ্জন রয়েছে, রাজস্থান রয়্যালস থেকে সাঞ্জু স্যামসন যাবেন চেন্নাই সুপার কিংসে। তার বদলে চেন্নাই থেকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেন রাজস্থানে যাবেন। মুম্বাই ইতোমধ্যেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে শার্দুল ঠাকুর ও গুজরাট টাইটান্স থেকে শারফেন রাদারফোর্ডকে কিনেছে। লক্ষ্ণৌ আবার মুম্বাই থেকে কিনেছে অর্জুন টেন্ডুলকারকে। ১৫ মার্চ থেকে ৩১ মে-র মধ্যে আগামী আইপিএল হওয়ার কথা। তার আগে দল গোছানোর লড়াইয়ে নামবে ১০ দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে