শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:০৬:৩২

৪২ বলে ১৪৪ রান, রেকর্ড গড়লেন যে ক্রিকেটার

৪২ বলে ১৪৪ রান, রেকর্ড গড়লেন যে ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৩ বছর বয়সেই আইপিলে দল পেয়ে আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। এরপর মাঠের ক্রিকেটেও নজর কাড়েন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে অল্প বয়সেই তারকা খ্যাতি পান তিনি। এবার ভারত 'এ' দলের হয়েও করলেন সেঞ্চুরি।

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের খেলা প্রথম বলেই সাজঘরে ফিরতে পারতেন সূর্যবংশী। তবে এ যাত্রায় জীবন পান, আর সেটাকে ভালোভাবেই কাজে লাগিয়েছন। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন এই ব্যাটার।

পাওয়ার প্লেতেই ব্যাক্তিগত ফিফটির দেখা পান সূর্যবংশী। মাত্র ১৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। এরপর আরো বিধ্বংসী হয়ে ওঠেন। পরের পঞ্চাশ রান করতে বল খরচ করেন মাত্র ১৫টি। সবমিলিয়ে ৩২ বলে তিন অঙ্কে পৌঁছেছেন। যা ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

ভারতের হয়ে ৩২ বলে সেঞ্চুরি আছে রোহিত শার্মা ও রিশাভ পান্তেরও। আর ভারতীয়দের মধ্যে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি উর্ভিল প্যাটেল ও আভিশেক শার্মার। দুইজনই ২৮ বলে একশ রানের মাইলফলক ছুঁয়েছেন। 

আজ সবমিলিয়ে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ১৫ ছক্কা ও ১১ চারে এই ইনিংস সাজিয়েছেন তিনি। সূর্যবংশীর পাশাপাশি এদিন ঝড় তোলেন জিতেশ শর্মাও। ৩২ বলে অপরাজিত ৮৩ রান করেছেন তিনি। সবমিলিয়ে ৪ উইকেটে ২৯৭ রান তোলে ভারত 'এ' দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে