মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৭:০৩

শাহাদাতের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

শাহাদাতের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন রাজীবের বাসায় শিশু গৃহকর্মী হ্যাপীর (১১) নির্যাতনের ঘটনায় নির্যাতনকারী শাহাদাতের দ্রুত শাস্তি ও গ্রেফতার জানিয়ে বিক্ষোভ করেছে একটি সংগঠন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নির্যাতনের ঘটনায় জড়িত শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে গ্রেফতারের দাবিতে ‘গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’ নামের একটি প্রতিষ্ঠান এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে থাকেন।

এ সময় সংগঠনটির নেতারা  বাংলাদেশের লক্ষ লক্ষ গৃহকর্মীকে শ্রম আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বাসায় র্দীঘ দিন ধরে কাজ করতো  মাহফুজা আক্তার হ্যাপি নামের ১১ বছরের এক শিশু। কিন্তু গত পরশু রাতে শিশুটি অভিযোগ আনে ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তাঁর স্ত্রী তাকে নানা সময় নানা ভাবে নির্যাতনের স্ট্রিম রোলার চালাতো।

এই ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া হয়। পুলিশ এখনো পর্যন্ত ক্রিকেটার শাহাদাত হোসেন বা তাঁর স্ত্রীকে গ্রেফতার করতে পারেনি।

৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে