রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ০২:৫১:৪৯

মেঘনায় জালে ধরা পড়ল ৫ মণ ওজনের পানপাতা মাছ

মেঘনায় জালে ধরা পড়ল ৫ মণ ওজনের পানপাতা মাছ

কিশোরগঞ্জ থেকে: ভৈরবের মেঘনায় জেলেদের জালে পাঁচ মণ ওজনের একটি বিশাল পানপাতা মাছ ধ'রা পড়েছে। শনিবার বিকালে পৌর শহরের পলতাকান্দা গ্রামের জেলে আলমগীর হোসেনের জালে মাছটি ধ'রা পড়ে।

জেলেদের দাবি, পানপাতা মাছটি এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন তারা । বিশাল আকারের মাছটি সন্ধ্যায় নৈশ মৎস্য আড়তের মনির এন্টারপ্রাইজের মালিক রাজু বেপারী কাছে নিয়ে আসেন তারা। মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

রাত সাড়ে ১১ টা পর্যন্ত আড়তে ক্রেতারা মাছটির দাম ৬৫ হাজার টাকা পর্যন্ত বলেছে।

পৌর শহরের পলতাকান্দা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, দীর্ঘ দিন ধরে মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। প্রতিদিনের মত আজ শনিবার দুপুরে নদীতে জাল ফেলেন তিনিসহ তার সহযোগীরা।

পরে মাছ ধরতে জাল টেনে কাছে আনার সময় জালে বড় কিছু একটা ধ'রা পড়েছে বলে টে'র পান তারা। ফলে আস্তে আস্তে জাল টেনে কৌশলে বিরল প্রজাতির পানপাতা মাছটি ধ'রতে সক্ষম হন। মাছটি লাখ টাকা বিক্রি করবে এই প্রত্যাশা জেলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে