সোমবার, ২৩ মার্চ, ২০২০, ১০:৫১:৪৫

ইতালি প্রবাসীর মৃ'ত্যু, কিশোরগঞ্জে ২টি হাসপাতাল ও ১০টি বাড়ি লকডাউন

 ইতালি প্রবাসীর মৃ'ত্যু, কিশোরগঞ্জে ২টি হাসপাতাল ও ১০টি বাড়ি লকডাউন

নিউজ ডেস্ক :ইতালি প্রবাসীর মৃ'ত্যু, কিশোরগঞ্জে ২টি হাসপাতাল ও ১০টি বাড়ি লকডাউন। দিনদিন এই ভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৮ হাজার মানুষের। এরইমধ্যে আ’ক্রা'ন্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে একজনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রা'ন্ত হয়েছে ২৭ জন।

এমতাবস্তায়, করোনা ভাইরাসের মহামারীতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষের প্রা’ণ ঝরেছে ইতালিতে। দেশটিতে কোভিড-১৯ করোনা ভাইরাস মো'কাবিলায় এবার একদল চিকিৎসক ও নার্স পাঠিয়েছে সমাজতান্ত্রিক দেশ কিউবা।

রোববার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম ধনী দেশ ইতালিতে জরুরি চিকিৎসক দল পাঠাল কিউবা। করোনা ভাইরাস মোকাবিলায় দেশের বাইরে পাঠানো চিকিৎসকদের মধ্যে এটি তাদের ষষ্ঠ মেডিকেল ব্রিগেড।

ইতোমধ্যে করোনা ভাইরাস মো'কাবিলায় বেশ কয়েকটি দেশ চিকিৎসক ও নার্স পাঠিয়েছে দেশটি। এর মধ্যে রয়েছে ভেনেজুয়েলা, নিকারাগুয়ার, জ্যামাইকা, সুরিনাম ও গ্রানাডায় চিকিৎসক দল পাঠিয়েছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে