শনিবার, ০৬ নভেম্বর, ২০২১, ০৬:৩৯:৩৭

এক মহিলার চিঠি পাগলা মসজিদের দানবাক্সে, যা পড়ে থমকে গেলেন ম্যাজিস্ট্রেট!

এক মহিলার চিঠি পাগলা মসজিদের দানবাক্সে, যা পড়ে থমকে গেলেন ম্যাজিস্ট্রেট!

কথিত আছে কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। আর এবার পাগলা মসজিদের দানবাক্স খুলে কোটি কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ-রৌপ্য অলংকারের সঙ্গে এক গৃহবধূর একটি চিঠি পাওয়া গেছে। 

অজ্ঞাত এক গৃহবধূর চিঠি পড়ে টাকা গণনার তদারকি কাজে নিয়োজিত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম ক্ষণিকের জন্য থমকে যান। তিনি চিঠির একটি ছবিও তুলে রাখেন। 

অজ্ঞাতপরিচয় ও ঠিকানার ওই গৃহবধূ চিঠিতে লেখেন— হে আল্লাহ, পাগলা মসজিদের রহমতে মাসুমকে টাকা-পয়সা আসার ব্যবস্থা করে দিও। হে আল্লাহ তুমি সাহায্য কর। তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হে আল্লাহ পাগলা মসজিদের রহমতে আমার স্বামী যেন অনেক টাকা-পয়সার মালিক হয়। সব ঋণ থেকে, অভাব থেকে- মানুষের কটু কথা থেকে মুক্তি পায়। হে আল্লাহ তুমি দয়া কর। পাগলা মসজিদের রহমতে আমার স্বামীর সব দুঃখ দূর করে দিও। অনেক আশা নিয়ে এসেছি তোমার দরবারে। খালি হাতে ফিরিয়ে দিওনা পাগলা মসজিদের রহমতে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে