শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ০৩:২৬:৩৬

কুমিল্লার চৌদ্দগ্রামেের ঘটনায় জনপ্রতি ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা

কুমিল্লার চৌদ্দগ্রামেের ঘটনায় জনপ্রতি ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা

কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুমন্ত শ্রমিকদের ওপর কয়লার ট্রাক উল্টে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ঘটনাস্থল পরিদর্শন শেষে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়েজ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, পৌর মেয়র মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্তের কাজ চলছে, পরে পুলিশের ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়িতে পাঠানো হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে বিকেলের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে