মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০১৯, ০৩:৪৬:৫১

ছড়িয়ে পড়ছে কুমিল্লা ইপিজেডের আগুন, কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা

ছড়িয়ে পড়ছে কুমিল্লা ইপিজেডের আগুন, কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা

কুমিল্লা : কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলসে আগুন লেগেছে। সোমবার রাত ৯টার দিকে কারখানার গোডাউন থেকে সূত্রপাত হওয়া আগুন রাত দেড়টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ফলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো ইপিজেড এলাকা। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি’র (বেপজা) সোস্যাল কাউন্সিলর সোহেল মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা যখন তাদের শিফটের কাজ শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন কম্পানির গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ফায়ার এলার্ম বেজে উঠলে শ্রমিকরা নিরাপদে কর্মস্থল ত্যাগ করতে পারেন। 

কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে কুমিল্লা ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট কাজ করছে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। 

এদিকে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলামসহ র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুনে কারখানার কয়েকটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে