বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১, ১২:২৩:৩৯

মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে বিয়ে বাড়িতে ভয়াবহ পরিস্থিতি, এখন পর্যন্ত ২ জন নিহত

মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে বিয়ে বাড়িতে ভয়াবহ পরিস্থিতি, এখন পর্যন্ত ২ জন নিহত

নিউজ ডেস্ক: প্রাথমিক পর্যায়ে ছেলে ও মেয়ে নির্বাচন হলেই ছেলেপক্ষের এবং মেয়েপক্ষের নিকটতম লোকজন নিয়ে অনুষ্ঠিত হয় বাগদান। বাগদান মানে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু। কিন্তু কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের আগেই গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাঁধলে এতে ২ জন নিহত ও অন্তত প্রায় ২০ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মারাত্মক আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন আব্দুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই গ্রামের রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

উক্ত ঘটনা নিয়ে স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আরিফুর জানান, ওই এলাকায় একটি গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। তাতে যোগ দেন পাশের মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কিছু যুবক। তারা অনুষ্ঠানের কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি নজরে পড়লে বিয়েবাড়ির লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির পর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

ওসি জানান, ঘটনাস্থলেই নিহত হন একজন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথে আরও একজন মারা যান। আহত অন্যদের সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

ওসি আরও জানান, নিহত দুই তরুণ বিয়েবাড়ির পক্ষের লোক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে