বুধবার, ১৫ জুন, ২০২২, ০৮:৩৫:০৯

এবার ৭৮ কেন্দ্রের ফলাফল; ২২৬ ভোটে এগিয়ে যিনি

এবার ৭৮ কেন্দ্রের ফলাফল; ২২৬ ভোটে এগিয়ে যিনি

এমটি নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত ৭৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ আরফানুল হক রিফাত (নৌকা) পেয়েছেন ৩৬,৪২১ ভোট। সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) পেয়েছেন ৩৬,১৯৫ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২০,১৯০ ভোট। রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী বলেন, বৃষ্টির কারণে প্রিজাইডিং অফিসারের আসতে সময় লাগছে। এ কারণে ফল জানাতে কিছুটা দেরি হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশনের এই নির্বাচনে মোট কেন্দ্রের সংখ্যা ১০৫টি, ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর আগে বুধবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ করা হয়েছে ইভিএমে। নির্বাচনে মোট কেন্দ্র ১০৫টি। রাতের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন কুমিল্লা সিটির পরবর্তী নগর পিতা।

এবার নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী রয়েছেন। তবে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারে মধ্যে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে