শনিবার, ১২ মে, ২০১৮, ০৮:০৯:৩২

জনসভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ

জনসভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে জেলা পরিষদের বাণিজ্যিক ভবনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। 

শনিবার দুপুরে বক্তব্য দেয়ার এক পর্যায়ে মোশাররফ হোসেন বক্তৃতা থামিয়ে চোখ বন্ধ করে রাখেন কিছুক্ষণ। এরপর নেতাকর্মীরা তাকে ধরে চেয়ারে বসান। পরে একজন সেবিকা ও তার ব্যক্তিগত কর্মকর্তারা তাকে বাতাস দেন এবং পানি পান করান। ১০ মিনিট পর মন্ত্রী আবারও মাইকের সামনে দাঁড়ান। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। 
 
এর আগে বক্তৃতায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির এখন পায়ের তলায় মাটি নেই। তাই নির্বাচনকে ভয় পায়। এজন্যই খালেদা জিয়ার মতো দাগি আসামির মুক্তি না হলে নির্বাচনে না যাওয়ার কথা বলছে তারা।
 
তিনি আরো বলেন, অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই হিসেবে ডিসেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগও চায় বিএনপি নেত্রী মুক্ত হয়ে নির্বাচনী মাঠে আসুক। কিন্তু খালেদার মতো দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করার ক্ষমতা আওয়ামী লীগ তথা সরকারের নেই। তাই তাকে মুক্ত করতে হলে বিএনপিকে আইনি রাস্তায় হাঁটতে হবে। তাকে মুক্ত করা ছাড়া নির্বাচনে যাব না এমন ঘোষণা বিএনপির ‘মামা বাড়ির আবদারের’ মাতোই। 
 
মানিকগঞ্জ জেলা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত মো. শামীম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে