শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ০৫:৪০:৩১

তিন নারী সর্বস্বান্ত জিনের বাদশার ফোন পেয়ে

তিন নারী সর্বস্বান্ত জিনের বাদশার ফোন পেয়ে

মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে কথিত 'জিনের বাদশার' প্রতারণায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খু'ইয়েছেন তিন নারী। সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এই ঘটনা ঘটে। স্বর্ণের মূর্তি পাইয়ে দেওয়ার লো'ভ দেখিয়ে তাদের কাছ থেকে এই মালামাল হাতিয়ে নেয় প্র'তারক চ'ক্রটি।

ভু'ক্তভো'গীরা হলেন, ওই গ্রামের ওমর আলীর মেয়ে নুরজাহান (২৪), তার মামাতো বোন পায়েল আক্তার (১৪) ও খালা সুফিয়া বেগম (৫০)।

প্রতারণার শিকার নুরজাহান আক্তার বলেন, গত ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে হঠাৎ তার মামাতো বোন পায়েলের কাছে প্রথমে একটা ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে জিনের বাদশা পরিচয় দেয়। এরপর বিভিন্ন সুরা ও ইসলামিক কথা বলে তাদের মন দুর্বল করে। নানা লো'ভ লা'ল'সা দেখানো হয়। কথিত জিনের বাদশা জানায়, ‘নীলটেক ব্রিজের উত্তর পাশে একটি স্বর্ণের মূর্তি আছে। সেটা সংগ্রহ করো।’ পায়েল মূর্তিটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসে। একইভাবে আরও লো'ভ দেখিয়ে তার কাছ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নিয়েছেন।

নুরজাহান আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, একইভাবে তার খালা সুফিয়া বেগমেরও ৫ ভরি স্বর্ণালঙ্কার হতিয়ে নিয়েছে জিনের বাদশা পরিচয় দেওয়া প্রতারক। জিনের বাদশার নির্দেশমতো পায়েল আক্তারের সংগ্রহ করা মূর্তিটি সীসার তৈরি। ওপরে স্বর্ণের মতো রঙ দেওয়া।

এ ব্যাপারে সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সূত্র: আরটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে