বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৪:০৯

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ শীর্ষক পুরস্কার বিতরণী

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ শীর্ষক পুরস্কার বিতরণী

মো: ইয়াসিন, গফরগাঁও, ময়মনসিংহ প্রতিনিধি: গফরগাঁওয়ে শিশু-কিশোরদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' পাঠ ও 'বঙ্গবন্ধুকে জানো' শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাধ্যমিক স্তরের ১০ হাজার শিক্ষার্থী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও বঙ্গবন্ধুকে জানো প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ইউএনও সিদ্ধার্থ শংকর কুন্ডু, ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান আখতারুজ্জামান, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুস সালেহীন, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, 'মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বঙ্গবন্ধুর চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি।' পরে ক এবং খ দুটি গ্রুপে প্রথম পুরস্কার হিসেবে দুটি ল্যাপটপ এবং দ্বিতীয় পুরস্কার দুটি নোটবুক ও তৃতীয় পুরস্কার হিসেবে দুজনকে সাত হাজার করে টাকা দেওয়া হয়।
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে