শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ১১:১৮:০৮

আ’লীগের দখলে মাঠ, নীরব ভোটের আশায় বিএনপি

আ’লীগের দখলে মাঠ, নীরব ভোটের আশায় বিএনপি

ময়মনসিংহ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো ময়মনসিংহ-২ আসনেও ব্যাপক প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ। এই আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য শরীফ আহমদের পক্ষে নেতাকর্মীরা একাট্টা হয়ে অবিরাম প্রচারণা চালিয়ে মাঠ দখলে রাখেন। নেতাকর্মীদের দাবি আওয়ামী লীগ বিজয়ী হবে।

অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা একাধিক মামলার আসামি হয়ে গ্রেফতার আতঙ্কে মাঠের বাইরে।তারা ধানের শীষের নীরব বিজয়ের আশায় রয়েছেন।

ফুলপুর ও তারাকান্দা উপজেলার মোট ১৭০টি ভোটকেন্দ্রে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মাঝে প্রশাসন ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।এ আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪ লাখ ৫০ হাজার ৬৯৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার প্রায় ২ লাখ ১৯ হাজার ৯৭৯ ও মহিলা ভোটার প্রায় ২ লাখ ২১ হাজার ৬১৪ জন।

ফুলপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ২ লাখ ৩৩ হাজার ৬১৯ এবং তারাকান্দা উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ২ লাখ ১৭ হাজার ৭৯ জন রয়েছেন।

ময়মনসিংহ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের পাঁচবার নির্বাচিত এমপি মরহুম এম শামছুল হকের পুত্র ফুলপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সংসদ সদস্য শরীফ আহমেদ (নৌকা), বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার (ধানের শীষ),ইসলামী আন্দোলন বাংলাদেশ গোলাম মাওলা ভুঁইয়া (হাতপাখা) ও স্বতন্ত্র মোহাম্মদ আবু বকর ছিদ্দিক ওরফে বাবুল খান (সিংহ)।

ধানের শীষের প্রার্থী সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের অভিযোগ, মিথ্যা মামলায় গ্রেফতার আতংকে বিএনপির প্রায় সবাইকে পালিয়ে থাকতে হয়েছে। তরপরও কারচুপি না হলে আমার বিজয় সুনিশ্চিত।যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে