বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ১০:৩২:৫৪

মাদেরকে ভারতীয় সিরিয়াল না দেখার অনুরোধ করলেন ইউএনও

মাদেরকে ভারতীয় সিরিয়াল না দেখার অনুরোধ করলেন ইউএনও

ত্রিশাল (ময়মনসিংহ): শিক্ষার মান উন্নয়নে মূল ভূমিকা পালন করতে হবে অভিভাবকদের। শিক্ষার্থীদের পড়াশোনার সময় বিশেষ করে সন্ধ্যার পর মাদের বাসায় বসে ভারতীয় টিভি সিরিয়াল না দেখার অনুরোধ করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সরকারি নজরুল একাডেমির মাঠে অভিভাবক সমাবেশে এ অনুরোধ জানান তিনি। ইউএনও প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক বিশেষ করে মায়েদের আরো যত্নবান হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা স্কুলের পরের সময়ের মধ্যে সন্ধ্যার পর বাসায় ক্লাসের পড়া তৈরির মূল সময়। এ সময় অনেক অভিভাবকরা ভারতীয় সিরিয়ালগুলোতে আসক্ত হয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে টিভির সামনে বসে যান। আপনারা এটা বন্ধ না করলে আমরা যতই কঠিন হই না কেন আপনার সন্তানদেরকে মেধাবী হিসেবে গড়ে তুলতে পারব না।

তিনি আরো বলেন, সন্ধ্যার পর ভারতীয় সিরিয়াল না দেখে আপনার সন্তানদের নিয়ে পড়ার টেবিলে বসলে আপনার সন্তানের ভবিষ্যৎই উজ্জল হবে। শিক্ষকদের নিয়মিত সঠিক সময়ে উপস্থিতি, শতভাগ শিক্ষার্থীর সার্বক্ষণিক তত্ত্বাবধান, নিয়মিত অভিভাবক সমাবেশ সহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়ে সরকারি নজরুল একাডেমির শিক্ষার মান উন্নয়নে ত্রৈমাসিক পরিকল্পনা গ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে