শুক্রবার, ২২ মার্চ, ২০১৯, ১০:৩৭:০৮

অ্যাম্বুলেন্সে রোগী নেই, আছে মদ!

অ্যাম্বুলেন্সে রোগী নেই, আছে মদ!

ময়মনসিংহ : অ্যাম্বুলেন্সে রোগী নেই, নেই মরদেহ কিংবা অন্য কিছু। তবে অ্যাম্বুলেন্সের ভেতরে প্লাস্টিকের কন্টেইনার ভর্তি এক হাজার লিটার মদ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে মদের কন্টেইনারে ঠাসা এমনই একটি অ্যাম্বুলেন্স আটক করে ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ। এ সময় আটক করা হয় অ্যাম্বুলেন্সের চালক শহীদুল ইসলামকেও (৩৫)। 

পুলিশ জানায়, দুপুরে ময়মনসিংহ থেকে একটি অ্যাম্বুলেন্স মুক্তাগাছা হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি মুক্তাগাছা শহরে পৌঁছালে মুক্তাগাছা থানার এসআই আলী আজহারের নেতৃত্বে থাকা একদল পুলিশের সন্দেহ হলে তারা অ্যাম্বুলেন্সটি আটক করে। পরে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে রোগীর বদলে মেলে ৩৫টি প্লাস্টিকের কন্টেইনার। প্রত্যেকটি কন্টেইনারে পাওয়া যায় বাংলা মদ। পরে চালকসহ অ্যাম্বুলেন্সটি আটক করে থানায় নেয়া হয়।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, অ্যাম্বুলেন্স, মদ এবং চালককে আপাতত আটক করে রাখা হয়েছে। আটক মদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। কাগজপত্র বৈধ কি-না তাও যাচাই করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে