মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ০২:২৭:০৬

শিশুর লা'শ বুকে নিয়ে চাচার আ'হাজা'রি

শিশুর লা'শ বুকে নিয়ে চাচার আ'হাজা'রি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়'ন্ত্রণ হা'রিয়ে পুকুরে পড়ে নি'হ'ত আটজনের মধ্যে শিশু বুলবুলির (৮) লাশ বু'কে জ'ড়িয়ে ধ'রে এক ব‌্যক্তির আ'হাজা'রির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছ'ড়িয়ে পড়লে তা নিয়ে বি'ভ্রা'ন্তি দেখা দিয়েছে।অনেকে মনে করছেন এ ঘ'টনায় বাবা-মেয়ে দুজনেরই মৃ'ত‌্যু হয়েছে। আবার অনেকে মনে করছেন মেয়ের লা'শ বুকে নিয়ে বাবা আ'হাজা'রি করছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালের ম'র্মা'ন্তি'ক এ দু'র্ঘ'টনায় অনেকেই নিজেদের ব্যক্তিগত টা'ইমলা'ইনে ছবিটি শেয়ার করে নানা ম'ন্ত'ব‌্য করছেন।

এতে কিছুটা বি'ভ্রা'ন্তি ছ'ড়াচ্ছে দা'বি করে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন বলেন, ‘ছবিতে অনেকেই বাবা ও মেয়ের নিহ'ত হওয়ার কথা বলছেন। কিন্তু দু'র্ঘ'ট'নায় মেয়েটির বাবা শাহজাহান মা'রা যাননি। তাছাড়া মেয়েটির লাশ বু'কে নিয়ে আ'হাজা'রি করা ব‌্যক্তিও মেয়েটির বাবা নন। তিনি মেয়েটির চাচা সারফুল আলম। আ'হাজা'রির সময় মেয়েটির বাবা শাহজাহানও পাশেই ছিলেন।’

দু'র্ঘ'ট'নায় নিহ'তদের স্ব'জনরা জানান, হঠাৎ হা'র্ট অ‌্যা'টা'কে ভাগ্নে মা'রা যাবার খবর পেয়ে মামা-খালাসহ ১৪ জন নিকট আত্মীয় মিলে একটি মাইক্রোবাস ভাড়া করে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ীতে যাচ্ছিলেন। 

মঙ্গলবার ভোরে রওনা হয়ে ময়মনসিংহ-শেরপুর সড়কে ফুলপুরের বাশাটি এলাকায় পৌঁছলে সকাল সাড়ে ৭টার দিকে হ'ঠাৎ করেই ঘুমিয়ে পড়েন মাইক্রোবাসের চালক। এতে মাইক্রোবাসটি নি'য়'ন্ত্র'ণ হা'রিয়ে সড়ক থেকে নে'মে যায় পাশের পুকুরে। এতে শিশু-নারীসহ প্রা'ণ হা'রা'ন আট জন নিকট আত্মীয়। 

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পুকুর থেকে দু'র্ঘ'ট'না ক'বলি'ত মাইক্রোবাসটি উ'দ্ধা'র করেছে। আহ'তদের উ'দ্ধা'র করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পা'লিয়েছে।দু'র্ঘ'টনা থেকে প্রা'ণে বেঁ'চে যাওয়া শাহজাহান মিয়া জানান, মাইক্রোবাসটি খুব দ্রু'ত গতিতে চলছিল, রাস্তায় কোনো গাড়ি ছিল না। হঠাৎ করে গাড়িটি পুকুরে পড়ে যায়। মনে হয় চালক ঘুমিয়ে পড়েছিলেন।

সারফুল ইসলাম বলেন, ‘চালক খুব সকালে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বের হন। গাড়ি চালানোর সময় তার চোখ ঘু'মে ঢু'লু ঢু'লু ছিল। গাড়িও দ্রু'ত গ'তিতে চা'লাচ্ছিলেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে