রবিবার, ০৪ জুলাই, ২০২১, ১১:১৯:০৬

পেটের দায়ে যারা বের হয়েছেন, তাদেরকে র‌্যাবের খাদ্য সহায়তা

পেটের দায়ে যারা বের হয়েছেন, তাদেরকে র‌্যাবের খাদ্য সহায়তা

চলছে সাতদিন ঘোষিত কঠোর লকডাউন। আর এতে ৩ দিন ঘরে অবস্থান করার কারণে নিম্ন আয়ের মানুষের ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট। পেটের দায়ে তাই বাইরে বের হয়েছেন অনেকে। আজ রোববার দুপুরে ময়মনসিংহ শহরের পাটগুদাম ও চায়না মোড় এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর চেকপোস্টে দেখা গেছে এমন চিত্র। শহরের চায়না মোড় ও পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় লকডাউন বাস্তবায়নে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। সেখানে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি উপস্থিত ছিলেন র‌্যাব ১৪ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু নাঈম মো. তালাত। ময়মনসিংহ শহরের উত্তরাংশ থেকে কেউ শহরে প্রবেশ করতে চাইলেই মুখোমুখি হতে হয়েছে র‌্যাবের চেকপোস্টের। সবাইকে চেকপোস্টে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। উপযুক্ত কারণ না থাকায় অনেককে ফিরিয়ে দেয়া হয়। কয়েকজনকে করা হয় অর্থদণ্ড।

অভি'যানের মধ্যেই ভিন্ন রকমের উদ্যোগ নেন র‌্যাবের অধিনায়ক। রিকশা-ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে পেরে, তাদের হাতে তুলে দেন খাদ্য সহায়তা। অন্তত অর্ধশত অসহায় মানুষকে দেওয়া হয় র‌্যাবের খাদ্য সহায়তা।

এদিকে চর কালীবাড়ি এলাকার ভ্যান চালক আসলাম হোসেন বলেন, ‘ঘরে চাল নেই। তাই ভ্যান নিয়ে বের হয়েছি। সামনে র‌্যাব দেখে ভয় পেয়েছিলাম। কিন্তু কিছু না করে খাবারের প্যাকেট দিয়েছে।’

এ সময় র‌্যাবের অধিনায়ক আবু নাঈম মো. তালাত বলেন, ‘যাদের ঘরে খাবার নেই। তাদেরকে জোর করেও ঘরে রাখা যাবেনা। তাই তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে। সরকারও দরিদ্রদের সাহায্য করছে। তারপরও যারা সমাজের বিত্তবান রয়েছেন করোনার এ দুর্যোগে তারাও প্রতিবেশী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে