বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৪:১৭

মায়ের মৃত্যু: আসামি বাবা, স্বাক্ষী ছোট মেয়ে

মায়ের মৃত্যু: আসামি বাবা, স্বাক্ষী ছোট মেয়ে

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়নের বিহারিঙ্গা গ্রামে স্ত্রীকে যৌ'তুকের জন্য পি'টিয়ে হ'ত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের মা রশীদা বেগম আজ বুধবার ফুলপুর থানায় নারী ও শিশু আইনে হত্যা মামলা দায়ের করলে দেলোয়ারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

নিহত রিতা আক্তার নওগাঁ জেলার বদলগাছি থানার পলিশা গ্রামের ইব্রাহীম খানের মেয়ে। আর তার স্বামী বিহারিঙ্গা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত সাইফুল ইসলামের সন্তান। 

জানা যায়, দেলোয়ার গত সোমবার গভীর রাতে স্ত্রী রিতা আক্তারকে (২৭) ব্যাপক মা'রধ'র করেন। একপর্যায়ে স্ত্রী অচে'তন অবস্থায় পড়ে থাকলে স্বামী নিজেই চিৎকার করে স্থানীয়দের জানান, তার স্ত্রী স্টো'ক করে জ্ঞা'ন হা'রান। কিছুক্ষণ পরেই মা'রা যান রিতা আক্তার। পরে গতকাল মঙ্গলবার দুপুরে স্ত্রী রিতা আক্তারের পরিবারকে দেলোয়ার জানান, রিতা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মা'রা গেছেন। মঙ্গলবার দুপুরে তাকে দা'ফন করা হবে।

এই ঘটনার খবর পেয়ে ফুলপুর থানার পুলিশ ঘটনাস্থালে যায়। রিতা আক্তারের কাফনে মো'ড়ানো লা'শ নারী পুলিশ দিয়ে পরীক্ষা করে। এসময় পিঠে ও কপালে মা'রা'ত্ম'ক জ'খমের চি'হ্ন দেখতে পায়। নিহতের ছোট মেয়ে আনিকা (৬) বলেন, ‘রাতে বাবা ও মায়ের ঝগড়া হয়। মাকে ভী'ষণ মা'রপি'ট করেন বাবা।’ এই ঘটনায় অভিযুক্তের বিচার দাবি করে রিতার পরিবার।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আলমামুন জানান, যৌতুকের জন্য এ হ'ত্যাকা'ণ্ড বলে ধারণা করা হয়েছে। নিহতের শরীরে আঘা'তের চি'হ্ন রয়েছে। বাকি আসামিদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করা হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে