শুক্রবার, ০৫ অক্টোবর, ২০১৮, ০৪:৫৩:০২

সামনে কঠিন সময় আসছে, অনেক খেলা হবে: শামীম ওসমান

সামনে কঠিন সময় আসছে, অনেক খেলা হবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন। বিন্দু পরিমাণ চিন্তার কোনও কারণ নেই। তাই আমাদের জানান দিতে হবে আমরা দুর্বল না। এজন্য আওয়ামী লীগের সাচ্চা নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। প্রত্যেকটি এলাকায় বাড়ি বাড়ি পথসভা করতে চাই।’

আগামী ২৭ অক্টোবর নারায়ণগঞ্জে বৃহৎ সমাবেশে রাজপথে আওয়ামী লীগের শক্তি জানান দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন শামীম ওসমান। বৃহস্পতিবার কর্মী সভায় তিনি এ কথা বলেন। নগরীর ইসদাইর এলাকায় একেএম সামসুজ্জোহা স্টেডিয়ামে এই বিশাল সমাবেশ করা হবে বলে তিনি জানান।

নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘সামনে কঠিন সময় আসছে। অনেক খেলা হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে ২০১৪ সালের মতো আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার খেলা এই নারায়ণগঞ্জে খেলতে দেওয়া হবে না। জনগণ যদি খেপে যায় তাহলে বাড়ির ইট একটাও থাকবে না। সামনে আমাদের লড়াই করতে হবে। আর এ লড়াই হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই, বাংলাদেশকে বাঁচানোর লড়াই।’

তিনি বলেন, ‘২৭ অক্টোবর বাংলাদেশকে জাগাতে চাই। এদিন দুপুর ৩টায় সামসুজ্জোহা স্টেডিয়ামে নারায়ণগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করতে চাই। সেই সমাবেশ হবে আগামীবার ক্ষমতায় আসার আগে বিজয় মিছিলের সমাবেশ। নারায়ণগঞ্জকে দেখে ওই দিন সারাদেশ জেগে উঠবে। আওয়ামী লীগের কর্মীরা যদি একবার মাঠে নামে তাহলে ড. কামাল, ড. ইউনূসরা আর কুলাতে পারবেন না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে