মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:৫৯:৩৪

আমি লজ্জিত: শামীম ওসমান

আমি লজ্জিত: শামীম ওসমান

নিউজ ডেস্ক: সোমবার রাতে একাদশ সংসদের প্রথম অধিবেশনে নারায়ণগঞ্জের স্থানীয় এমপি শামীম ওসমান সদর উপজেলার ইউএনও হোসনে আরা বেগমকে ওএসডি করায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে, পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অন্তঃসত্ত্বা ইউএনওকে ওএসডি করায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক নারী ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

পরে এ কে এম শামীম ওসমান বলেন, বিষয়টিতে আমি লজ্জিত। কেননা ঘটনাটি আমার নির্বাচনী এলাকায়। তিনি আমার এলাকার সদরের ইউএনও। একজন সৎ কর্মজীবী অত্যন্ত কর্মঠ ভাল একজন কর্মকর্তা হিসেবে উনি আমার কাছে বার বার প্রতীয়মান হয়েছেন।

এসময় উভয় সংসদ সদস্য ওই ইউএনও’কে ওএসডি করার কারণ জানতে চেয়েএকটি তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শামীম ওসমান বলেন , নির্বাচনে ঠিক আগ মুহূর্তে যখন অনেকেই চান তাদের পছন্দমত লোক বসাতে তখন আমাকেও বলা হয়েছিল। আমি সেই সময় মেয়েটিকে বলেছিলাম আপনি পারবেন কি না? তখন সে ৪-৫ মাসের অন্তঃসত্ত্বা।

তখন সে বলেছিল আমি কাজটি করতে পারলে সুস্থ থাকব। তখন আমি তাকে একজন ভাই হিসেবে বলেছিলাম আপনি কাজ করতে পারেন। তবে এক শর্তে, অধিক কাজ করবেন না। এই বাচ্চাটা ৯ মাসের চেষ্টার ফসল।

তিনি আরও বলেন, আমি জানতে চাই কার নির্দেশে তাকে ওএসডি করা হলো। বদলি করলে একটা কথা ছিল। ওএসডি করার পর বাচ্চা প্রসব করল সেই বাচ্চাটির যে অবস্থা আমি শঙ্কিত। বাচ্চাটি বাঁচবে কি না? যদি খারাপ কিছু হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে