মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ১২:০৩:১৮

ট্রেনচালক, আপনাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো?

ট্রেনচালক, আপনাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো?

নারায়ণগঞ্জ প্রতিনিধি : এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক ট্রেনচালক। আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ সে ভাষাই খুঁজে পাচ্ছি না। এমটিনিউজ২৪ডটকমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এমন দৃষ্টান্ত অন্যদের অনুপ্রেরণা যোগাবে। ট্রেনচালক ট্রেন থামিয়ে আজ দুটি তাজা প্রাণ বাঁচিয়েছেন। শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই মা। ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাঢ়া রেলস্টেশনের কাছাকাছি। প্রাণে রক্ষা পাওয়া নারীর নাম জোছনা বেগম (৩২)। তিনি ফতুল্লার হরিহরপাড়ার দুলাল হোসেনের স্ত্রী বলে জানা গেছে। সঙ্গে থাকা ছেলের নাম জাবির হোসেন। তার বয়স বছর চারেক। চাষাঢ়া স্টেশনমাস্টার কামরুল ইসলাম খান জানান, আজ বিকেল সোয়া ৪টার দিকে ঢাকাগামী ট্রেন চাষাঢ়া রেলস্টেশনের সিগন্যাল পার হওয়ার সময় ছেলেকে কোলে নিয়ে মা জোছনা বেগম ঝাঁপ দেন। তিনি জানান, দূর থেকে বিষয়টি দেখে ট্রেন থামিয়ে ফেলেন চালক গোলাম কিবরিয়া। পরে দুজনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পারিবারিক কলহের জের ধরে জোছনা আত্মহত্যার চেষ্টা করছিলেন। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে