শুক্রবার, ২২ মে, ২০২০, ০৩:৩৫:৩৪

নারায়ণগঞ্জে কা'রফি'উ দাবি

নারায়ণগঞ্জে কা'রফি'উ দাবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কা'রফি'উ দেয়া হবে এমন গু'ঞ্জন চলছিল গত কয়েকদিন ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গু'ঞ্জনটি বেশি ছ'ড়িয়েছিল। তবে এই গু'ঞ্জনটির বাস্তব রূপ দেখতে চায় নারায়ণগঞ্জের স'চেতন মহল।

দিন দিন নারায়ণগঞ্জে করোনাভাইরাস আক্রা'ন্তের সংখ্যা বা'ড়তে থাকায় এ দা'বি তোলা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রা'ন্ত হয়েছেন ১ হাজার ৮৭৮ জন। টেস্ট বাড়ানো হলে এ সংখ্যা আরও বাড়বে বলে আশ'ঙ্কা রয়েছে।

এদিকে, শহরের মার্কেট ও গার্মেন্টস চালু হওয়ার পর থেকেই আক্রা'ন্তের সংখ্যা বে'ড়েছে। এছাড়া শহর অনেকটা স্বাভাবিক রূপ নিয়েছে। অনেকে অকারণে শহরে ঘু'রাফে'রা করছেন। এর ফলে জেলায় করোনাভাইরাস দ্রু'ত ছ'ড়িয়ে পড়ছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, নারায়ণগঞ্জে কা'রফি'উ না দেয়া হলেও এ জেলায় কাউকে প্র'বেশ বা বের হতে হয়া হচ্ছে না।

সচেতন মহল মনে করে, নারায়ণগঞ্জবাসীকে বাঁ'চাতে হলে সবাইকে ঘরে রাখতে হবে। আর প্রশাসনের দেয়া লকডাউন সাধারণ মানুষ মা'নছে না বলে জনসমাগম রোধে কা'রফি'উ দেয়ার কোনো বিকল্প নেই। কেননা এরই মধ্যে বিভিন্ন গার্মেন্টসেও করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়েছে। আর ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করবে। এর ফলে ভাইরাসের বি'স্তার আরও বে'ড়ে যাবে।

করোনা আক্রা'ন্ত হয়ে নারায়ণগঞ্জে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃ'ত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে নতুন আক্রা'ন্তের সংখ্যা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে