সোমবার, ১২ জুলাই, ২০২১, ০৭:৫৯:৫৬

সজীব গ্রুপের জুস কারখানায় অগ্নিকাণ্ড, ঋণ আছে ২ হাজার কোটি টাকা

সজীব গ্রুপের জুস কারখানায় অগ্নিকাণ্ড, ঋণ আছে ২ হাজার কোটি টাকা

ভয়াবহ আগুনে পুড়ল নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের জুস কারখানা, প্রাণ গেল ৫২ জনের। এদিকে গ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের করা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম ও এমডি সজীবসহ আট জনকে আটক করা হয়। এক আবেদনের প্রেক্ষিতে পরে তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রাপ্ত তথ্যে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির কাছ থেকে ঋণ আদায় নিয়ে চিন্তায় পড়েছে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২ হাজার কোটি টাকার ঋণ পাওনা রয়েছে।

সজীব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- সজীব ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড, সজীব হোমস লিমিটেড, সজীব করপোরেশন, সজীব লজিস্টিকস ও স্যাভি ফুডস, তাকাফুল ইসলামী বিমা লিমিটেড, মারস ইন্টারন্যাশনাল, হাসেম ফ্লাওয়ার মিলস লিমিটেড, হাসেম অ্যাগ্রো প্রসেসিং লিমিটেড এবং হাসেম অটো রাইস মিলস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে