মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪১:৪২

পারলেন না মেয়র আইভী

পারলেন না মেয়র আইভী

নারায়ণগঞ্জ : তিন দফায় দরপত্র আহবান করেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় বাধ্য হয়েই হাটের ইজারা বাতিল করতে বাধ্য হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।  ইজারা দেয়ার ব্যবস্থা করেও পারলেন না তিনি।

নারায়ণগঞ্জ শহরের বরফকল হাটের ইজারা বাতিল করা হলেও বসেছে বিশাল গরুর হাট।  চলছে হরদমে পশু বেচাকেনা।  নারায়ণগঞ্জের এক প্রভাশালী সংসদ সদস্যের ভাতিজার ছত্রছায়ায় স্থানীয় যুবলীগ নেতা চঞ্চল মাহমুদের নেতৃত্বে হাট বসিয়েছে বলে অভিযোগ রয়েছে।

হাটে প্রকাশ্যে হাসিল আদায় না হলেও ভ্রাম্যমাণ হাসিল আদায়কারীরা ক্রেতা ও বিক্রেতার সামনে উপস্থিত হয়ে হাসিল আদায় করছে।  এমন চিত্র শহরের বরফকল পশুর হাটে।
 
হাটটি ইজারা না হওয়ার কারণে ৩২ লাখ টাকার সরকারি রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে নাসিক।  তবে হাটটি ইজারা বাতিল করার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।  
 
গত ১০ সেপ্টম্বর প্রথম দফা টেন্ডারে হাটটির সর্বোচ্চ দর উঠে ১০ লাখ টাকা।  গত ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় দর উঠে ১০ লাখ ১০ হাজার টাকা। ২১ সেপ্টেম্বর তৃতীয় দফায় দরপতন ঘটে।  এ দফায় হাটের জন্য দরপত্র জমা দেয়া হয় মাত্র ২ লাখ টাকা!
 
প্রতিটি টেন্ডারই জমা দেন স্থানীয় যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ।  সিন্ডিকেট করেই লাভজনক হাটটির এ অবস্থা করেছেন বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।   
 
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১৪ সালে হাটটির ইজারা ছিল ৩২ লাখ ২১ হাজার ৫শ’ টাকা।  ২০১৩ সালে ছিল ৩২ লাখ ১২ হাজার ৩শ’ টাকা এবং ২০১২ সালে ছিল ৩১ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।  

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, তৃতীয় দফায় হাটের দর পড়ে যাওয়ায় হাটটি বাতিল ঘোষণা করা হয়।  তবে খাস কালেকশন করা যেত।  ঝামেলা এড়াতে তা করা হয়নি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, এ ধরনের চিঠি তার কার্যালয়ে এসেছে কিনা জানা নেই।  বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে