সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১১:২৪:০৯

করোনা আত'ঙ্কের মধ্যেও বিয়ে! নতুন বউ ঘরে এনে কারাগারে যুবক

করোনা আত'ঙ্কের মধ্যেও বিয়ে! নতুন বউ ঘরে এনে কারাগারে যুবক

নেত্রকোনা থেকে : করোনা আত'ঙ্কের মাঝেও থেমে নেই বিয়ের আয়োজন। ঢাকা থেকে বাড়ি ফিরে মোহাম্মদ নাঈম নামের এক পোশাককর্মী সোমবার ১৫ বছর বয়সী এক কিশোরী বউ ঘরে তুলেছেন। আর বাল্যবিয়ের এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় বাড়িটিতে। এরপর বর নাঈমকে এক মাসের বিনাশ্রম কা'রাদ'ণ্ড দেয়া হয়েছে। 

ঘটনাটি নেত্রকোনার কেন্দুয়া আশুজিয়া ইউনিয়নের। স্থানীয়রা জানায়, বাল্যবিয়ের জন্য সা'জাপ্রাপ্ত নাঈম ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। করোনা পরি'স্থিতির মাঝে অনেকটা গো'পনে সোমবার ভোরে ১৫ বছর বয়সী পূর্বপরিচিত এক কিশোরীকে বিয়ে করে বাড়িতে নেন নাঈম। এ বিষয়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম বাড়িটিতে পৌছেন। 

এরপর নাঈম অ'পরা'ধ স্বীকার করে নিলে বাল্যবিবাহ নিরো'ধ আইন-২০১৭ এর আওতায় তাকে এক মাসের বিনা'শ্রম কারাদ'ণ্ড দেয়া হয়। অভিযানকালে কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ও কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন। কেন্দুয়া থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সা'জাপ্রাপ্ত নাঈমকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে