মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ০৮:৩৮:৩৫

১০মিনিটের শিলা বৃষ্টিতে বোরো ফসল, আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি

১০মিনিটের শিলা বৃষ্টিতে বোরো ফসল, আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি

পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ফসল, আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছ।

মৌসুমের শুরুতেই উপজেলা সদর, জারিয়া, আগিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে প্রায় ১০মিনিট শিলা বৃষ্টি ঝরেছে। এতে বোরো ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ব্যাপকহারে ঝরে গেছে। ক্ষতি হয়েছে সবজি জমির। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মৌদাম গ্রামের কৃষক জয়নাল আবেদিন মুঠোফোনে বলেন, বোরো ফসলের জন্য বৃষ্টিটা ভাল হতো, কিন্তু শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা দিনে বলা যাবে। এ ব্যাপারে রাতে কৃষি বিভাগের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে