শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ০৫:৫৫:৪৬

নেত্রকোনায় আকস্মিক ঘূর্ণিঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধস্ত

নেত্রকোনায় আকস্মিক ঘূর্ণিঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধস্ত

নেত্রকোনা থেকে: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি গ্রামের অন্তত দেড় শতাধিক কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ও ২ নম্বর বড়তলী বানিহারী ইউপিতে এ ঘটনা ঘটে।

আকস্মিক এ ঘূর্ণিঝড়ে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বসতঘর ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের অনেকেই বসবাস করছেন খোলা আকাশের নিচে। তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমার ইউনিয়নে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছি এবং তালিকা করছি। 

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পশুখালী, আনন্দনগর, হরিপুর ও আজমপুর এবং একই উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের ফিরোজপুর ও বারোঘর নওগাঁ গ্রামসহ আশপাশের গ্রামগুলোর ওপর দিয়ে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়ে ওই গ্রামগুলোর অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে