বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৫৯:৩৭

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য একটি সুন্দর আবাসন এলাকা গড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য একটি সুন্দর আবাসন এলাকা গড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী থেকে:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে আতঙ্কের কোন কারণ নেই নোয়াখালীবাসীর। কারণ রোহিঙ্গাদের উপর প্রশাসনের শক্ত নজরদারি থাকবে। পরিকল্পনা অনুযায়ী তাদের ভাসানচরে আনা হবে।

বৃহস্পতিবার মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের পুনর্বাসনের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাসানচর পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের জন্য একটি সুন্দর আবাসন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বাংলাদেশ নৌ-বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। সব কিছুই এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে শরণার্থী শিবির গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব এর মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনির-উজ-জামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে