বৃহস্পতিবার, ০১ মার্চ, ২০১৮, ১২:৫৩:৫৫

আজ ওবায়দুল কাদেরের মায়ের কুলখানি, নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি

আজ ওবায়দুল কাদেরের মায়ের কুলখানি, নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি

নোয়াখালী থেকে : আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির মায়ের কুলখানি। এ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ মাঠে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে মেজবানি। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি মন্ত্রীর স্বজনরা এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ মেজবানিতে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে প্রায় ৫০ হাজার লোকের সমাগম হতে পারে।

এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু জানান, মন্ত্রীর মায়ের কুলখানিতে কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি জেলা-উপজেলাসহ সর্বস্তরের নারী পুরুষ অংশ নেবেন। সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত সরকারি মুজিব কলেজে চলবে এ আয়োজন।

এদিকে গতকাল দুপুরে নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওবায়দুল কাদেরের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

প্রসঙ্গত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির মা চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে