শনিবার, ০২ অক্টোবর, ২০২১, ০৫:৩৩:১৭

এক নারী নেত্রীর দুই স্বামী, তালাক না দিয়ে ফের নারী নেত্রীর বিয়ে

এক নারী নেত্রীর দুই স্বামী, তালাক না দিয়ে ফের নারী নেত্রীর বিয়ে

নরসিংদী থেকে : নরসিংদীতে এক নারীর দুই স্বামী। এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামী মোশারফের পরিবারের সদস্যরা। শনিবার (২ অক্টোবর) দুপুরে নরসিংদীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন তাহমিনার প্রথম স্বামী মোশারফ হোসেনের ছোট বোন ফারজানা আক্তার। 

একই সময় আরও বক্তব্য রাখেন মোশারফের চাচাতো ভাই মোকছেদ আলী ও জামাল উদ্দিন। জানা গেছে, নরসিংদী জেলার এক নারী নেত্রী তাহমিনা আক্তারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ নারী নেত্রী তার প্রথম স্বামী সৌদি প্রবাসী মোশারফ হোসেনকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ করেন প্রথম স্বামী মোশারফ হোসেনের পরিবার।

অন্যদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার রায়পুরা উপজেলার পলাশতলীর সৌদি প্রবাসী মোশারফ হোসেনের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় একই উপজেলার তাহমিনার। বিয়ের পর তাদের দুটি সন্তানও হয়। প্রথম স্বামী ও সন্তানকে রেখেই তাহমিনা গোপনে রায়হান নামে এক প্রবাসীকে বিয়ে করে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা করেন মোশারফের পরিবার। 

সংবাদ সম্মেলনে জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, তাহমিনা নরসিংদী জেলা নারী আ’লীগের কার্যকরী সদস্য বলে নিশ্চিত করেছেন জেলা নারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা। তাহমিনা জানান, তারা সংবাদ সম্মেলন করে কেনও। আমি নরসিংদী জাতীয় আইন সহায়তায় আমার সন্তান এবং আমাকে ভরন পোষন না দেয়ার একটি অভিযোগ দায়ের করেছি। দ্বিতীয় বিয়ে ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগটি সত্য নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে