সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:৫৯

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার নামে ইতরামি : মহসিন আলী

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার নামে ইতরামি : মহসিন আলী

নিউজ ডেস্ক : ফেসবুকসহ অনলাইনে যার যা ইচ্ছা তাই লিখে চরম ইতরামি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এসময় তিনি ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে সমালোচনাও করেন।


মন্ত্রী বলেন, এজন্য তথ্য-প্রযুক্তি আইন আছে।  এর মাধ্যমে অনেকের জীবন বিপন্নও হবে।  একজন মন্ত্রীর বিরুদ্ধে যার যা কিছু লিখে দেবেন তা মেনে নেয়া যায় না।

ফেসবুকে লেখালেখির বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন মন্ত্রী।  

বুধবার বিকেলে নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের সাথে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মহসিন আলী রানা প্লাজার ঘটনার জন্য মিডিয়াকে দোষারূপ করে বলেন, রানা প্লাজার ঘটনা নিয়ে মিডিয়া বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করেছে।  

তিনি বলেন, বারবার টেলিভিশনে খবর প্রকাশের জন্য আমেরিকা কোটা সিস্টেম তুলে নিয়েছে।  সাংবাদিকদের মাঝে দেশাত্ববোধ থাকলে এমনটি করা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বব্যাংকের সমালোচনা করে মহসিন আলী বলেন, বিশ্বব্যাংক আমাদের সাথে বেইমানি করেছে।  আজ নিজেদের পয়সায় আমরা পদ্মা সেতু তৈরি করছি।  আমাদের মধ্যে সে সাহস ছিল বলে পদ্মা সেতু করা সম্ভব হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।  উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়াকর্মী প্রমুখ।
২৬ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে