বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:০৫:৪৫

পোষ্য পাখির আক্রমণে মালিক নিহত!

পোষ্য পাখির আক্রমণে মালিক নিহত!

বিচিত্র জগৎ ডেস্ক: পোষ্য পাখির আক্রমণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যু হল এক ব্যক্তির। ক্যাসোওয়ারি নামে ওই পাখিটি তার মালিককেই খুন করেছে। বিরাট চেহারার এই পাখি পৃথিবীর ভয়াবহতম পাখি বলে জানিয়েছেন পক্ষী বিশারদরা। 

আদতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নিউ গিনিতে পাওয়া যায় ক্যাসোওয়ারি। ফ্লোরিডার বাসিন্দা মারভিন হাজোস নিজের ফার্ম হাউসে এনে রেখেছিলেন একটি ক্যাসোওয়ারি। গত শুক্রবার পাখিটিকে খাবার দিতে যখন যান তিনি, তখনই তাকে আক্রমণ করে সে। 

তার বান্ধবী পুলিশে খবর দিলে ক্ষতবিক্ষত হাজোসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। হাজোসের সংগ্রহে আরও বেশ কয়েকটি বিরল প্রজাতির প্রাণী রয়েছে। তবে বিপজ্জ্বনক এই পাখি রাখার অনুমতি তার ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

অস্ট্রিচ প্রজাতির এই পাখির সারা গা কালো পালকে ঢাকা, লম্বা পা এবং ধারালো চঞ্চু রয়েছে। চেহারার তুলনায় ডানা ছোট হওয়ায় এই পাখি উড়তে পারে না। চিড়িয়াখানার অভিজ্ঞ কর্মীরাও এই পাখির সামনে যেতে ভয় পায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে