বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:০৯:১২

স্বজনদের চুমুতে ভাইরাস, মৃত্যুমুখে নবজাতক শিশু!

স্বজনদের চুমুতে ভাইরাস, মৃত্যুমুখে নবজাতক শিশু!

বিচিত্র জগৎ ডেস্ক : নবজাতকের সঙ্গে প্রথম দেখায় অনেকেই চুমু খান। আদরের বহিঃপ্রকাশ হিসেবেই এই চুমু দেন নবজাতকের স্বজনরা। তবে এমন চুমুতেই প্রায় মৃ'তপ্রায় অবস্থায় চলে গিয়েছিলেন যুক্তরাজ্যের ইয়র্ক শহরে জন্ম নেয়া শিশু রোমান ড্রান্সফিল্ড । খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের।

জানা গেছে, ডানিয়েল্লা-ম্যাথু দম্পতির সন্তান রোমান ড্রান্সফিল্ড গত বছর ফেব্রুয়ারিতে জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করেন। জন্মের পাঁচ দিনের মধ্যেই তার শরীরে ফুস'কুড়ি দেখা দেয়। এই উপ'সর্গে প্রায় মৃ'তপ্রায় অবস্থায় চলে যায় শিশুটি। প্রায় তিন সপ্তাহ এ'ন্টি-ভাইরাস ওষুধ দেয়ার পর সুস্থ হন রোমান ড্রান্সফিল্ড। পরে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে স'ন্দে'হ প্রকাশ করেন, চুমু খাওয়ার কারণেই এই সম'স্যা হয়েছিল রোমানের।

এ নিয়ে রোমান ড্রান্সফিল্ডের মা ডানিয়েল্লা বলেন, যখন সে জন্মায় তখন পরিবারের সদস্যরা আসতেন এবং তাকে দেখে চুমু দিতেন। একদিন আমরা রোমানের মুখে ফুস'কুড়ি দেখতে পাই। পরে ডাক্তার জানায় এই ভাই'রাসে মা'রা যেতে পারেন রোমান। ওই ঘটনার পর থেকে তিনি এখনো তার সন্তানকে চুমু দেননি। এদিকে, ওই ঘটনার পর এখনো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই দুঃ'সহ স্মৃতি মনে করিয়ে সবাইকে নবজাতকদের চুমু খাওয়া থেকে বি'র'ত থাকার উৎ'সাহ দেন ডানিয়েল্লা-ম্যাথু দম্পতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে