মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০, ০২:০৯:১৯

মাত্র আধা ঘণ্টার মধ্যে বিশ্বকে ধ্বংস করে দিতে পারে ৫ পরমাণু ডুবোজাহাজ!

মাত্র আধা ঘণ্টার মধ্যে বিশ্বকে ধ্বংস করে দিতে পারে ৫ পরমাণু ডুবোজাহাজ!

বিচিত্র জগৎ ডেস্ক: পরমাণু শ'ক্তিতে চালিত পাঁচ ডুবোজাহাজ মাত্র আধা ঘণ্টার মধ্যে বিশ্বকে ধ্বং'স করে দিতে পারে। এই পাঁচ ডুবোজাহাজের দুটোর মালিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি তিনটি রাশিয়ার।

ওহিও-শ্রেণির ডুবোজাহাজ: আমেরিকার তৈরি ওহিও-শ্রেণির ডুবোজাহাজে রয়েছে ২৪টি ট্রাইডেন্ট-২ ব্যালিস্টিক ক্ষে'পণা'স্ত্র। প্রতি ট্রাইডেন্ট-২ ক্ষে'পণা'স্ত্র বহ'ন করতে পারে ১২টি ডব্লিউ৮৮ ৪৭৫ কিলোটন তাপপারমাণবিক বো'মা। এ ধ'রণের একটি ডুবোজাহাজ ২৮৮টি মহানগর সমতুল্য ল'ক্ষ্যব'স্তুকে ৩০ মিনিটের কম সময়ের মধ্যে তে'জস্ক্রি'য় ছাইভ'স্মে পরিণত করতে পারে। একটি পিজ্জার অর্ডার দিতে যে সময় লাগে তার চেয়েও কম সময়ে এ ভাবে মানব সভ্যতার ইতি টা'না যাবে এ দিয়ে।মে মাসে দেয়া এক তথ্যে বলা হয়েছে, এরকম নয়টি ডু'বোজাহাজ মোতায়েন রয়েছে প্রশান্ত মহাসাগরে আর পাঁচটি আটলান্টিক মহাসাগরে মিশন সম্পন্ন করছে।

কলাম্বিয়া-শ্রেণির ডুবোজাহাজ: বুড়ো হয়ে যাওয়া ওহিও শ্রেণির ডুবোজাহাজের স্থান করে নেয়ার ল'ক্ষ্য নিয়ে তৈরি  করা হয় কলাম্বিয়া-শ্রেণির ডুবোজাহাজ। কলাম্বিয়ার চেয়ে আকারে একটু বড় এ শ্রেণির ডুবোজাহাজ রয়েছে ১৬টি ট্রাইডেন্ট ২ ব্যা'লিস্টি'ক ক্ষে'পণা'স্ত্র। আকা'রে বড় হলেও কলাম্বিয়া-শ্রেণির ডুবোজাহাজের শব্দ অনেক কম।

রাশিয়ার প্রকল্প ৯৫৫: রুশ নৌবাহিনীর প্রক'ল্প ৯৫৫ বোরেই-শ্রেণির ব্যা'লিস্টি'ক ক্ষে'পণা'স্ত্রবাহী ডুবোজাহাজ এ তালিকার তিন নম্বরে রয়েছে। এ শ্রেণির ডুবোজাহাজে রয়েছে ১৬টি আরএসএম-৫৬ বুলভা ক্ষে'পণা'স্ত্র। এ ক্ষে'পণা'স্ত্রের পা'ল্লা ৮০০০ কিলোমিটার বা ৪৯৭০ মাইল ।আরএসএম-৫৬ বুলভা ক্ষে'পণা'স্ত্রের পর'মাণু বো'মায় শ'ত্রুর বিমান প্রতির'ক্ষা ব্যবস্থাকে ফাঁ'কি দেয়ার ব্যবস্থা আছে।

দেলফিন-শ্রেণির ডুবোজাহাজ: রুশ প্রক'ল্প ৬৬৭বিডিআরএম ডেলফিন-শ্রেণির ডুবোজাহাজে রয়েছে ১৬ আর-২৯আরএমইউ সিনেভা তরল-জ্বালানি চালিত ব্যা'লিস্টি'ক ক্ষে'পণা'স্ত্র। ডুবোজাহাজ থেকে চ'ক্রাকা'রে সব দিকেই এ ক্ষে'পণা'স্ত্র ছোঁ'ড়া যায়। এ ছাড়া, ঘণ্টায় ছয় বা সাত নট গতিতে চলার সময় সাগরের ৫৫ মিটার গভীর থেকে ছুঁ'ড়তে পারে ব্যা'লিস্টি'ক ক্ষে'পণা'স্ত্র।

ইয়াসেন-শ্রেণির ডুবোজাহাজ: রুশ নৌ-বাহিনীর প্রক'ল্প ৮৮৫এম ইয়াসেন-শ্রেণির গাইডেড ক্ষে'পণা'স্ত্রবা'হী ডুবোজাহাজকে আমেরিকার মূল ভূমির জন্য হু'মকি বলা হয়। এতে ব্যা'লিস্টি'ক ক্ষে'পণা'স্ত্র বহ'ন করা হয় না। এতে রয়েছে পরমাণু বা সাধারণ উভয় ধরণের ৩২টি বো'মা বহনের স'ক্ষম'তা সম্পন্ন আড়াই হাজার কিলোমিটার পাল্লার থ্রিএম-১৪কে ক্যালিবার ক্রু'জ ক্ষে'পণা'স্ত্র। দ্রু'তগা'মী খুবই কম শব্দ সৃ'ষ্টিকারী এ ডুবোজাহাজ অনায়াসে মার্কিন পূর্ব উপকুলের দুই হাজার কিলোমিটারের মধ্যে ঢু'কে যুক্তরাষ্ট্রের ভেতরের ল'ক্ষ্যব'স্তুতে হা'মলা করতে পারবে।-পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে