মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ১১:৫১:০০

গত ২০ বছর ধরে হেলমেট পরে আছেন এই নারী!

গত ২০ বছর ধরে হেলমেট পরে আছেন এই নারী!

বিচিত্র জগৎ ডেস্ক : এমন অনেক মানুষ আছেন যারা শারীরিকভাবে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় সূর্যের আলো স'হ্য করতে পারেন না। এমন কারণেই দীর্ঘ ২০ বছর ধ'রে হেলমেট পরে আছেন এক নারী। 

নাম তার ফাতেমা গাজেভি। মরক্কোর বাসিন্দা। তিনি বিগত প্রায় ২০ বছর ধ'রে মাথায় মহাকাশচারীদের হেলমেট পড়ে আছেন। খবর ডেইলি মেইলের।

ফাতেমা একটি বিরল ত্বকের রো'গে ভু'গছেন, যার নাম জি'রোডা'র্মা পা'ইগামে'ন্টোসা'ম। এই রোগে আক্রা'ন্তদের ত্বকে রোদ লাগলে মা'রাত্ম'ক ক্ষ'তি হয়। সাধারণত প্রত্যেকের শরীরে বিশেষ করে মুখে রোদ পড়তে পড়তে একসময় চামড়া পু'ড়ে যায়, তবে কো'ষগুলো তা নিজে থেকেই ঠিক করে। কিন্তু এই রোগের কারণে নিজে থেকে কো'ষ আবার ঠিক হতে পারে না। এই পরিস্থি'তিতে মুখে সূর্যের আলো পড়লে ত্বকে ক্যা'ন্সার হতে পারে।

ফাতেমার বয়স যখন ১৩ ছিল, তখন তার এই রোগ ধ'রা পড়ে। তিনি গত ২০ বছর ধ'রে হেলমেট পরে শরীরকে রোদের হাত থেকে বাঁচিয়ে রাখছেন।ফাতেমা এ কারণে দিনের বেলা বেশীর ভাগ সময় ঘুমায় এবং রাতে বাইরে বের হয়। রোদ না থাকলেও ঘর থেকে বাইরে বের হতে মা'স্ক ও গ্লা'ভস ব্যবহার করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে