সোমবার, ২৩ মে, ২০২২, ০৩:৪৩:১৯

দাম জানলে চমকে যাবেন! কারণ এটি বিশ্বের সবচেয়ে দামি গাড়ি!

দাম জানলে চমকে যাবেন! কারণ এটি বিশ্বের সবচেয়ে দামি গাড়ি!

বিচিত্র জগৎ ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বিক্রি করেছে মার্সিডিজ। গাড়িটি বিক্রি করা হয়েছে ১৩৫ মিলিয়ন ইউরোতে। ডলারের হিসাবে গাড়িটির দাম পড়েছে ১৪২ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় গাড়িটির দাম পড়েছে প্রায় ১ হাজার ২৪৪ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি এটি, দাম যত কোটি টাকা!

বৃহস্পতিবার (১৯ মে) মার্সিডিজ তাদের এ দুর্লভ মডেলের গাড়িটি বিক্রি করে। গাড়িটি ১৯৫৫ সালে প্রথমবারের মতো বাজারে এসেছিল। গাড়িটির মডেল ‘মার্সিডিজ বেঞ্জ- এসএলআর (১৯৫৫)’। খবর সিএনএন।

গাড়িটি এতদিন জার্মানির একটি গাড়ি সংগ্রহশালায় ছিল। গাড়ি ট্রাকিং প্রতিষ্ঠান হেগার্টি জানিয়েছে, এযাবতকালে এটিই সবচেয়ে বেশি দামে বিক্রিত গাড়ি। এর আগে ২০১৮ সালে ‘ফেরারি জিটিও-২৫০ (১৯৬৩)’ বিক্রি হয়েছিল ৭০ মিলিয়ন ডলারে।

এ ব্যাপারে মার্সিডিজ বেঞ্জ তাদের দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৩০ ও ১৯৫০ এর দিকের রেসিং কারগুলো বর্তমান বাজারে অনেক দুর্লভ। এ সময়ের বেশিরভাগ মডেলের গাড়িগুলো ফ্যাক্টরি মালিকদের কাছে রয়েছে। খুব কম সংখ্যক গাড়িই সাধারণ মানুষ কিনতে পারে। তাছাড়া গাড়ি কিনতে গেলেও গুনতে হয় মোটা অঙ্কের অর্থ।

বিক্রি হওয়া গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮৬ মাইল। চলতি মাসের ৫ তারিখে গাড়িটি নিলামে তোলা হয়েছিল। এ মডেলের গাড়িগুলোর দরজা অনেকটা পাখির পাখার মতো খুলে যায় বলে এটাকে ‘গলিউইং’ বলা হয়।

এ বিশেষ ফিচারের জন্য শৌখিন গাড়ি সংগ্রকারীদের কাছে গাড়িটি যথেষ্ট সমাদৃত। তবে গাড়িটি কে কিনেছেন তা জানা যায়নি। নিলামকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে ক্রেতার নাম প্রকাশ করা হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে