রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১১:৩৯:৫০

এক আজব নদী, মাছ নিজেই এসে ধরা দেয়!

এক আজব নদী, মাছ নিজেই এসে ধরা দেয়!

বিচিত্র জগৎ ডেস্ক : এক আজব নদী, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। যুক্তরাষ্ট্রের একটি নদীতে মাছ ধরতে বড়শি কিংবা জালের প্রয়োজন হয় না।

মাছ নিজেই চলে আসবে আপনার কাছে। ভাবুন তো, মাছ ধরতে গিয়েছেন- কিন্তু মাছ নিজেই লাফিয়ে আপনার কাছে ধরা দিচ্ছে, বিষয়টি কেমন। খবর বিবিসির।

ভাবতে অবাক হলেও এমনটি ঘটে থাকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের একটি গ্রামে। আরও পড়ুন: যাকে আটক করা হলো সেই শিক্ষিকার ম'রদেহ উদ্ধারের ঘটনায়

গত প্রায় ১৭ বছর ধরে মাছ ধরার এমন প্রতিযোগিতা 'রেডনেক ফিশিং টুর্নামেন্ট'-এর আয়োজন চলে আসছে। আরও পড়ুন: মেসি করেছেন ৬ গোল, ‘অসম্ভব’, আদতে হয়েছেও তাই!

বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এ মাছ ধরার এমন প্রতিযোগিতায় অংশ নিতে। আরও পড়ুন: দলে সুযোগ পেয়ে ফেসবুকে একটি শব্দ লিখলেন সাব্বির!

বিশ্বের এই একটা স্থানেই মাছ আপনার কাছে ছুটে আসবে। মাছগুলো এমনভাবে নদীতে লাফালাফি করে, আপনার মনে হবে কেউ নদীতে পফ্টকর্ন ভাজছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে