বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯, ০১:১৩:৪২

পবিত্র হজ পালন করতে গিয়ে আরো তিন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন

পবিত্র হজ পালন করতে গিয়ে আরো তিন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন

প্রবাস ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কা ও মদিনায় আরো তিন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুই পবিত্র নগরীতে মোট আট জন হজযাত্রী মারা গেছেন।

এদের মধ্যে মক্কায় সাতজন ও মদিনায় একজন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ সাতজন ও একজন নারী।মঙ্গলবার মারা যান মাহমুদুল হক (৬৭), আবদুস সালাম (৫৩) ও মোহরম আলী (৬৪)।

মাহমুদুল হক চট্টগ্রাম জেলার পটিয়ার ছনহরা গ্রামের বাসিন্দা। তিনি মদিনায় মা*রা যান। তার পাসপোর্ট নম্বর বিটি ০৭১৮৩২৭ ও পিলগ্রিম আইডি ৯৫৬১১৯৯। তিনি বেসরকারি হজ এজেন্সি আল মাবরুর হজ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে গত ৮ জুলাই বিজি ৩২১১ যোগে সৌদি আরবে যান।

একইদিন ঢাকার দোহারের নারিশা পশ্চিম ঘরের গ্রামের বাসিন্দা মো. আবদুস সালাম মা*রা যান। তার পাসপোর্ট নম্বর বিআর ০৯১৩৮৩০ ও পিলগ্রিম আইডি ০২৮৮১৮৯। তিনি গত ৫ জুলাই বেসরকারি কুমিল্লা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইনস এসবি ৩৮০৭ ফ্লাইটে সৌদি আরব যান।

একই দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামের মোহাম্মদ মোহরম আলী মৃ.ত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর ইএ ০০২১৪৫১ ও পিলগ্রিম আইডি ০৩৪৭০০৩। তিনি গত ৯ জুলাই বেসরকারি আকাবা ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিজি ৩২১৩ ফ্লাইটে সৌদি আরব যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে