বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ১২:৪২:৫৩

বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেবে মালয়েশিয়া : মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী

বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেবে মালয়েশিয়া : মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী

প্রবাস ডেস্ক : 'বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেবে মালয়েশিয়া' এমনটাই ই'ঙ্গি'ত দিয়েছেন মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারান। সোমবার দেশটির মানবসম্পদ মন্ত্রী বলেন, নেপালের কর্মী নিয়োগের অনুরূপ চু'ক্তি করা হবে বাংলাদেশের সঙ্গে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চূ'ড়া'ন্ত পর্যায়ে রয়েছে।

তবে ব্যয় ও স্ব'চ্ছ'তা ব্যবস্থার সমাধান হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ সরকার মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। রোববার এ কথা বলেছিলেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রী। 

তার একদিন পরই বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেয়ার বার্তা এলো মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রীর কাছ থেকে। স্থানীয় সময় ৭ জানুয়ারি দেশটির মালয়েশিয়াকিনি নামক দৈনিক পত্রিকায় প্রকাশ, মালয়েশিয়ায় মার্কিন বাণিজ্য নি'ষে'ধা'জ্ঞার ঝুঁ'কি এ'ড়া'নোর অংশ হিসেবে বাংলাদেশ থেকে 'শূ'ন্য-ব্যয়ে' কর্মী নিয়োগের প্র'ক্রি'য়া চলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে অ'বৈ'ধ অ'ভি'বা'সীদের বৈ'ধ হতে সুযোগ সৃষ্টি করে মালয়শিয়ার সরকার। ২০১৮ সালের ৩০ আগস্ট সে সুযোগের মেয়াদ শে'ষ হয়। এ সময়ের মধ্যে বহু বাংলাদেশি বৈ'ধ হন। তবে বৈ'ধ হওয়ার সুযোগ পেয়ে বহু বাংলাদেশি নি'ব'ন্ধিত হয়েও প্র'তা'র'ণার শি'কা'র হয়েছেন বলেও জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে