রবিবার, ৩১ মে, ২০২০, ১২:৩১:১৯

প্রায় গলে যাওয়া ২৬ বাংলাদেশির লা'শ লিবিয়ায় দাফন

প্রায় গলে যাওয়া ২৬ বাংলাদেশির লা'শ লিবিয়ায় দাফন

প্রবাস ডেস্ক : মর্গে জায়গা ছিল না, রাখা হয়েছিল এসি রুমে। কিন্তু তাতেও কাজ হচ্ছিলো না। লিবিয়ায় মানবপা'চারকারী ও মিলিশিয়াদের যৌথ হা'মলায় নির্ম'মভাবে নিহ'ত বাংলাদেশিদের লা'শগুলো গলে যাচ্ছিলো। 

এর মধ্যেই লা'শ দাফনে চা'প বাড়াতে থাকে স্থানীয় মিজদাহর নিয়'ন্ত্রণকারী মিলিশিয়ারা। বাধ্য হয়ে হাসাপাতাল কর্তৃপক্ষ ২৬ বাংলাদেশির লা'শ দিয়ে দেয় এবং তা কবরস্থও করা সম্পন্ন হয়ে গেছে। যু'দ্ধাবস্থা চলমান থাকায় এবং হা'মলাকারী লিবিয়ান ওই গোষ্ঠী চ'রম বিক্ষু'ব্ধ হয়ে থাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেখানে যেতে পারেননি। 

তবে নিহ'ত বাংলাদেশিদের স্থানীয়ভাবে দাফন করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় একাধিক বাংলাদেশি এ তথ্য নি'শ্চিত করে জানান, মিজদাহ'র হাসপাতালে লা'শ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এ কারণে ম'রদেহগুলো পঁচে গন্ধ হয়ে যাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে লা'শগুলো দা'ফন করে।

এদিকে বেনগাজীর বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, ''লিবিয়ার দক্ষিণাঞ্চলের অবস্থা ভালো নয়। পরি'স্থিতি এত খা'রাপ যে, এখনও অক্ষ'ত অবস্থায় পালাতে সক্ষম হওয়া বাংলাদেশিকে উ'দ্ধার করা সম্ভব হয়নি। হা'মলাকারীরা জীবিত বাংলাদেশিদের অবস্থান জেনে যাওয়ায় ওই অঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আশ্রয়দাতাসহ অনেকেই হু'মকির মুখে থাকাতে উ'দ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে