রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ১১:৩৮:৪৬

রাম মন্দির নির্মানে মুসলিমদের এগিয়ে আসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের শোরগোল

রাম মন্দির নির্মানে মুসলিমদের এগিয়ে আসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের শোরগোল

প্রবাস ডেস্ক : রাম মন্দির নির্মানে মন্তব্যের জেরে ফের শিরোনামে তসলিমা নাসরিন। এবার তার মন্তব্য রামমন্দিরের অর্থসংগ্রহকে কেন্দ্র করে। এদিন তসলিমা ট্যুইটারে লেখেন, "বহু মুসলিম সম্প্রদায়ভুক্ত রাম মন্দিরের জন্য অর্থ দিচ্ছেন। ফৈজাবাদের পুরনো বাসিন্দা ওয়াসি হায়দার এবং শাহ বানু যথাক্রমে ১২ হাজার এবং ১১ হাজার টাকা দিয়েছে এই কারণেই।"

তসলিমা বলেন, "জনৈক ইকবাল আনসারি বলেছে, আমি অবশ্যই এই তহবিলে দান করব। রাম মন্দিরের জন্য অর্থসংগ্রহে মুসলিমদের এগিয়ে আসা উচিত। কারণ তাতেই হিন্দু মুসলিম সম্প্রীতি আরও জোরালো হবে।" তসলিমার এ হেন মন্তব্য সামনে আসতেই নেটদুনিয়ায় শোরগোল। একদল মানুষ তসলিমার মন্তব্যের প্রশংসা করেছেন খোলামনে। 

আবার একদলের মত, এই মন্তব্য তসলিমার এক্তিয়ার বহির্ভূত। অনেকে আবার বলছেন, মুসলিমদের থেকে এই অর্থ সংগ্রহ করা উচিত না। প্রসঙ্গত রামমন্দির নির্মাণের জন্য অর্থসংগ্রহের কাজ শুরু হয়েছে দেশজুড়ে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থসংগ্রহের শুরুতেই ৫ লক্ষ ১০০ টাকা দিয়েছেন রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ। দেশের প্রতিটি রাজ্যে মায় বাংলায় বাড়ি বা়ড়ি ঘুরে অর্থসংগ্রহ করার কাজ জোর কদমে চালাচ্ছে ট্রাস্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে