বৃহস্পতিবার, ০৩ জুন, ২০২১, ০৭:৫১:৫০

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি চিকিৎসক ডা. তাসনিম জারা

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি চিকিৎসক ডা. তাসনিম জারা

বাংলাদেশি চিকিৎসক ডা. তাসনিম জারা, যিনি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত। তাকে ‘ভ্যাকসিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। স্থানীয় সময় বুধবার (২ জুন) জি-৭ গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিটে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

জি-৭ এর প্রেসিডেন্সির অংশ হিসেবে, যুক্তরাজ্য সরকার গত বুধবার গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিট আহ্বান করে, যাতে ভ্যাকসিনের প্রতি আস্থা তৈরি ও বজায় রাখতে সরকারি-বেসরকারি খাত থেকে বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের একত্রিত করা হয়।

তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন। স্নাতকোত্তরে তার পড়ার বিষয় ‘এভিডেন্স বেজড মেডিসিন’। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ও করোনার ভ্যাকসিন ছাড়াও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করে সাড়া ফেলেছেন তাসনিম।
একমাত্র বাংলাদেশি ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি পেয়ে ডা. জারা বলেন, এই গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের বিশ্বের সামনে উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে