শনিবার, ০৪ এপ্রিল, ২০২০, ০৯:২৭:১৯

করোনা: এবার রাজবাড়ীতে রোগীদের বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন ডাক্তাররা

করোনা: এবার রাজবাড়ীতে রোগীদের বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন ডাক্তাররা

রাজবাড়ী: করোনাভাইরাসের কারণে রাজবাড়ীতে যেন স্বাস্থ্য সেবা ব্যাহত না হয়, সাধারণ রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে জেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম।

রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাতে করোনাভাইরাসের সং'ক্রমণের ভ'য়ে হাসপাতালবিমুখ রোগীদের সেবা দিতে শনিবার সকাল থেকে এ সেবা কার্যক্রম শুরু করেন তিনি। স্বাস্থ্য সেবা নিতে হটলাইনে কল করতে স্থানীয়দের প্রতি আহবান জানিয়েছেন এমপি জিল্লুল হাকিম।

কল করলে ডাক্তারসহ এ্যাম্বুলেন্স বাড়ি যাচ্ছে এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে সেটি ভাই'রাল হয়। সাধারণ মানুষ ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্যেকে।

ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসক ডা. তিতুমীর বিশ্বাস বলেন, করোনাভাইরাসের কারণে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও তার পুত্র আশিক মাহমুদ মিতুল জরুরি ভিত্তিতে পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভসসহ ১০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব সময় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে