শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ০৬:৫৬:২৯

নিজের জীবন উৎসর্গ করে ছেলেকে বাঁচালেন বাবা

নিজের জীবন উৎসর্গ করে ছেলেকে বাঁচালেন বাবা

রাজবাড়ীর বালিয়াকান্দির নলিয়াগ্রাম রেলস্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কা'টা পড়ে ছেলে নাফিজ শেখকে (১৬)  বাঁচাতে প্রাণ উৎসর্গ করলেন পিতা শিরু মোল্যা। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নলিয়াগ্রাম রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। শিরু মোল্যা বালিয়াকান্দি উপজেলার জামালুপর ইউনিয়নের মৃ'ত সামাদ মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শিরু মোল্যা নলিয়াগ্রাম রেলস্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। ছেলে নাফিজ ট্রাক্টর মেরামতের জন্য আসবে সেই অপেক্ষা করছিলেন তিনি। সকালে কুয়াশা থাকার কারণে বেশ অস্পষ্ট রেলস্টেশন এলাকা। এমন সময় সাবনিপাড়া গ্রাম থেকে জামালপুর বাজারের উদ্দেশ্যে পাওয়ার ট্রাক্টর মেশিন মেরামত করতে আসছিলেন শিরু মোল্যার ছেলে নাফিজ শেখ। হঠাৎ শিরু মোল্যা দেখতে পায় ভাটিয়াপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নলিয়া রেলস্টেশন এলাকায় চলে এসেছে।

একই সময় ছেলে নাফিজ ট্রাক্টর নিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করছে। নিজে দ্রুত গিয়ে জমি চাষ করার ছোট পাওয়ার ট্রাক্টরের গতিরোধ করে জীবন উৎসর্গ করে ছেলেকে জীবন রক্ষা করেন বাবা। 
জামালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বলেন, ছেলের জন্য বাবার আত্মত্যাগের অনেক নজির রয়েছে। আমরা সবাই চিৎকার করছিলাম ট্রেন আসছে, ট্রেন আসছে বলে। কিন্তু বাবা জীবনের ঝুঁ'কি নিয়ে ট্রাক্টরের গতিরোধ না করলে নাফিজ মারা যেত এটা নিশ্চিত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে