রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৩:৪০

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ শুরু করেছেন বাঘার সেই যুবক

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ শুরু করেছেন বাঘার সেই যুবক

রাজীব মাহমুদ প্রেম (বাঘা, রাজশাহী থেকে): গত ২৬ জুলাই এমটি নিউজে রাজশাহীর বাঘার আলোকিত যুবক জুবায়ের আল মাহমুদ রাসেলকে নিয়ে “বিনা পয়সায় বই বিলিয়ে জ্ঞ্যানের আলো ছড়াচ্ছেন বাঘার এক যুবক” শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। “আলোর মিছিল” নামে তার বই পড়ার আন্দোলনের পাশাপাশি তিনি এবার তার পাঠকদের নিয়ে বৃক্ষরোপনের মাধ্যমে বিশ্ব জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ রূপকল্প ঘোষণা করে কাজ শুরু করেছেন।


গতকাল বাঘা উপজেলা অডিটরিয়ামে আয়োজিত “আলোর মিছিল” এর পাঠকদের মাঝে বার্ষিক বই বিতরণী উৎসবে রাসেল বলেন, ‘বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি বছরে একটি করে গাছের চারা রোপন করে তাহলেই বাংলাদেশকে বনে পরিণত করা সম্ভব। আর জাতিসংঘ যদি উদ্যোগ নিয়ে বিশ্বের লক্ষ লক্ষ স্কুলের কোটি কোটি শিক্ষার্থীদের নিয়ে বছরে একটা দিন বৃক্ষরোপন অভিযান পরিচালনা করে তাহলে সমস্ত বিশ্বকেই বনে পরিণত করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই জানি মোট সমভূমির ২৫ শতাংশ বন আমাদের দেশে নেই। কিন্তু আমি আমার পাঠকদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপন করে দেখিয়ে দিতে চাই, শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপন করে যে কোন দেশের মোট সমভূমির ২৫ শতাংশ বনায়ন পুরণ করা সম্ভব।’

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাসেল বলেন, ‘বিশেষজ্ঞরা বলছে ২০৫০ সাল বা ২০৮০ সাল নাগাত বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে। রক্তদিয়ে কেনা আমাদের ভূখণ্ড সমদ্রগর্ভে বিলীন হওয়ার আগে বৃক্ষরোপনের মাধ্যমে আমাদেরকেই রক্ষার করতে হবে।  এর জন্য তোমরা তোমাদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে বৃক্ষরোপণ করে বাংলাদেশকে সবুজে পরিণত করতে আমার সাথে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি তোমাদের নিয়ে বৃক্ষরোপন করে বাঘাকে সবুজায়ন করে বাংলাদেশ তথা বিশ্বকে দেখিয়ে দিতে চাই।’ এই আন্দোলনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সম্প্রতি তিনি ফেসবুকে একটি ফেনপেজ চালু করেছেন। পাঠকদের জন্য সেই পেজের লিংকটা দিয়া হলো। লিংক - https://www.facebook.com/Alor-Misil-To-build-a-movement-a-creative-people-1511461625836192/?ref=bookmarks

বিশ্ব জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসেলের এই শান্তির মোডেলটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন উক্ত বই বিতরণী উৎসবে আমন্ত্রিত অতিথি বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল মোকিম।

আব্দুল মোকিম বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করলে বনায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মনে দেশপ্রেম জাগ্রত হবে। তাই রাসেলের এই অভিনব উদ্যোগকে সফল করতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। কারণ প্রধানমন্ত্রী ইচ্ছে করলেই বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বছরে একটা দিন বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা সহজ হবে।

পরে রাজশাহীর বাঘা-চারঘাট ও নাটোরের লালপুর-বাগাতিপাড়ার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকদের হাতে স্ব স্ব বিদ্যালয়ের পাঠকদের জন্য বই তুলে দেয়া হয়।

রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলামের সভাপতিত্বে উক্ত বই বিতরণী উৎসবে অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন, ‘আলোর মিছিল’ এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা পাঠক চক্রের সাংগঠনিক সম্পাদক রাজীব মাহমুদ, তরুণ লেখক মোজাফ্ফর হোসেন নান্টু, সৃজনশীল মানুষ হামিদুর রহমান ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
১৪ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে